বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ , ৩ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

সেন্সর বোর্ডের চিঠির অপেক্ষায় ফারুকী

বিনোদন

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৩, ৩০ জানুয়ারি ২০২৩

সর্বশেষ

সেন্সর বোর্ডের চিঠির অপেক্ষায় ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার নির্মিত সিনেমা ‘শনিবার বিকেল’ মুক্তির জন্য সেন্সর বোর্ডে অনুমতির অপেক্ষায় রয়েছেন। ফারুকী সেন্সর বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে আজ (৩০ জানুয়ারি) বেলা ১২টার দিকে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি লেখেন, সেন্সর বোর্ডের প্রিয় ভাই-বোনেরা, আমরা এখনও আপনাদের চিঠির অপেক্ষায়।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপিল বোর্ড একটা সিনেমার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার সর্বোচ্চ ক্ষমতা রাখে। শনিবার বিকেলের ব্যাপারে তাদের সিদ্ধান্ত দেশী-আন্তর্জাতিক পত্র-পত্রিকা এবং টেলিভিশনের কল্যাণে সারা দুনিয়ার মানুষ জানে। তারা সবাই তাকিয়ে আছে। আর দেরি না করে চিঠিটা তাড়াতাড়ি পাঠান। আমরা বাংলাদেশকে আর বিব্রতকর অবস্থায় না ফেলি। ওদিকে ফারাজ রিলিজ হচ্ছে তিন তারিখ।

বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে শনিবার বিকেল মুক্তির দিকে, ফারাজের সাথে একই দিন বা এক ঘণ্টা আগে হলেও। সুতরাং এটা দ্রুত সমাধান করেন। আমরা হাসিমুখে সিনেমাটা রিলিজ করি। পৃথিবীর নানা দেশে সিনেমাটা দেখানো হয়েছে, হচ্ছে। এবার বাংলাদেশের মানুষের পালা।

পাশাপাশি এটাও আপনাদের ভাবার সময় আসছে, এই নতুন মিডিয়ার যুগে সিনেমা আটকানোর মতো সেকেলে চিন্তা আদৌ কোনো কাজে আসে কিনা। কারন যে কেউ চাইলে তার ছবি ডিজিটাল প্ল্যাটফরমে উন্মুক্ত করে দিতে পারে। ফলে ছবি আটকানোর চেষ্টা একটা পণ্ডশ্রম যা কেবল দেশের জন্য বদনাম-ই বয়ে আনতে পারে। ইতি, আপনাদেরই বঙ্গসন্তান!

(ফেসবুক থেকে সংগৃহীত)

এনসি/

সর্বশেষ

জনপ্রিয়