বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৩ জনের মৃত্যু

জাতীয়

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ০৭:২৩, ১ মার্চ ২০২৪

সর্বশেষ

বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৩ জনের মৃত্যু

ছবি : সংগ্রহ

রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে লাগা ভয়াবহ আগুনে ৪৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।  বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে ঢাকা মেডিকেল হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে দ্রুত হাসপাতালে আসতে বলেছেন। এখানে এসে যা দেখলাম তা ভয়াবহ। বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১০ জন মারা গেছেন। অপরদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন মারা গেছেন। দুই হাসপাতাল মিলে মোট ৪৩ জন মারা গেছেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, যারা এখন পর্যন্ত বেঁচে আছেন। তাদের বেশিরভাগের শ্বাসনালী পুড়ে গেছে। এটা অত্যন্ত দুঃখজনক। যারা বেঁচে আছেন তাদের বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ন ইউনিটে ভর্তি আছেন। বাইরে কেউ আছেন কিনা এখনো তথ্য পাওয়া যায়নি।  ঢামেকে ১৪ জন ও বার্ন ইউনিটে আটজন চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সবাইকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, ঢাকা মেডিকেলে ৩৩ জন মারা গেছে এদের মধ্যে নারী, পুরুষ ও শিশু আছে।
 

জ. ই

সর্বশেষ