শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

ফারদিনের ‘আত্মহত্যার প্রমাণ’ দেখতে ডিবি কার্যালয়ে বুয়েট শিক্ষার্থীরা

আইন আদালত

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৯, ১৫ ডিসেম্বর ২০২২

সর্বশেষ

ফারদিনের ‘আত্মহত্যার প্রমাণ’ দেখতে ডিবি কার্যালয়ে বুয়েট শিক্ষার্থীরা

ছবি- ইন্টারনেট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর আত্মহত্যা করেছেন বলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) যে বক্তব্য দিয়েছে, তার ‘তথ্য-প্রমাণ’ জানতে তাদের আহ্বানে রাজধানীর মিন্টো রোডে সংস্থাটির কার্যালয়ে গেছেন একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ডিবি কার্যালয়ে প্রবেশ করে বুয়েট শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ফারদিন ‘হত্যার’ বিষয়ে ডিবির বক্তব্যের প্রতিক্রিয়ায় পূর্বঘোষিত প্রতিবাদ সমাবেশ আপাতত স্থগিত করেন বুয়েট শিক্ষার্থীরা। বুধবার ফারদিনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শেষে ডিবি জানায়, বুয়েটের ওই ছাত্র আত্মহত্যা করেছেন।

এর প্রতিক্রিয়া জানাতে আজ সকাল ১০টায় বুয়েট শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ ডেকেছিলেন বুয়েটের একদল শিক্ষার্থী। ডিবির ডকুমেন্ট ও এভিডেন্সগুলো দেখে প্রতিনিধি দল পরবর্তী বক্তব্য জানাবে বলে গণমাধ্যমকে বলেছে।

এনসি/

সর্বশেষ