বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ , ৪ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

শান্ত-জাকিরের জুটিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

খেলাধুলা

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৭, ১৭ ডিসেম্বর ২০২২

সর্বশেষ

শান্ত-জাকিরের জুটিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

ছবি- ইন্টারনেট

বিশ্বরেকর্ড গড়ে জয়ের লক্ষ্য নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা। দুই টাইগার ওপেনার নাজমুল হাসান শান্ত ৫২ রানে ও অভিষিক্ত জাকির হাসান ৩৮ রানে অপরাজিত আছেন। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০৪ রান করে ভারত।

জবাবে ১৫০ রানে অলআউট হয় বাংলাদেশ। বাংলাদেশকে ফলো অনে না ফেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে ভারত। দুই উইকেট হারিয়ে ২৫৮ রানে দ্বিতীয় ইনিংসে ঘোষণা করে ভারত।

ফলে বাংলাদেশের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ৫১৩ রানের। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষ বিকেলে ১২ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ৪২ রান করেন দুই উদ্বোধনী ব্যাটার। জাকির হাসান ১৭ ও নাজমুল হোসেন শান্ত ২৫ রানে অপরাজিত ছিলেন।

সেখান থেকে তারা আজ শনিবার চতুর্থ দিনের খেলা শুরু করেন। শান্ত ও জাকির হাসান দেখে শুনেই এগোচ্ছে। ইতিমধ্যে তারা ৯০ রানের পার্টনারশিপ গড়ে তুলেছে। এদিকে নিজের অর্ধশতক রান ‍পূরণ করেছেন শান্ত।

রবিচন্দ্রন অশ্বিনের বল ঠেলে দিয়ে এক রান নিয়ে পঞ্চাশ পূরণ করেন শান্ত। ১০৮ বলে ৬ চারে ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি করেন তিনি।

এনসি/

সর্বশেষ

জনপ্রিয়