শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

উপ-নির্বাচনে ১৫ থেকে ২৫ শতাংশ ভোট পড়তে পারে: সিইসি

জাতীয়

প্রকাশিত: ১৮:৫৭, ১ ফেব্রুয়ারি ২০২৩

সর্বশেষ

উপ-নির্বাচনে ১৫ থেকে ২৫ শতাংশ ভোট পড়তে পারে: সিইসি

ছবি/ সংগ্রহ

বিএনপির ছেড়ে দেওয়া ছয় আসনের উপ-নির্বাচনে কোনো ভোট ডাকাতি হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, আমরা যে তথ্য পেয়েছি তাতে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে। তবে ভোটকেন্দ্রে উপস্থিতির হার তুলনামূলক কম। আনুমানিক ১৫ থেকে ২৫ শতাংশ হতে পারে। নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বুধবার (১ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ছয়টি আসনের উপ-নির্বাচনে ৮৬৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। ভোটগ্রহণ হয়েছে ইভিএমে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এসব আসনে ভোটার ২২ লাখ ৫৪ হাজার ২১৭ জন।

সর্বশেষ