বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ , ৪ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ সেপ্টেম্বর

আইন আদালত

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫০, ১১ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৩:৫৬, ১১ ডিসেম্বর ২০২২

সর্বশেষ

সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ সেপ্টেম্বর

ইসমাইল হোসেন চৌধুরী (সম্রাট)

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ের শুনানি পিছিয়েছে।

আগামী ৩০ জানুয়ারি শুনানির নতুন তারিখ ঠিক করেছেন আদালত। রোববার (১১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এই আদেশ দেন। আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই মামলায় সম্রাট আজ আদালতে হাজির হন।

তার আইনজীবী অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য সময় চেয়ে আদালতে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আদেশ দেন। একই সঙ্গে সম্রাটের জামিনের মেয়াদ ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছেন আদালত।

উল্লেখ্য, ক্যাসিনো অভিযানে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে গ্রেপ্তার করা হয়। একই বছরে ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে দুদকের মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

এরপর দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এনসি/

সর্বশেষ

জনপ্রিয়