শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

modhura
Aporup Bangla

আরেক দফায় বাড়বে বিদ্যুতের দাম

জাতীয়

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৮, ৩০ জানুয়ারি ২০২৩

সর্বশেষ

আরেক দফায় বাড়বে বিদ্যুতের দাম

আরেক দফায় বাড়বে বিদ্যুতের দাম

নির্বাহী আদেশে আবারও বিদ্যুতের দাম বাড়াতে তৎপরতা শুরু করেছে বিদ্যুৎ বিভাগ। এ দফায় গ্রাহকের পাশাপাশি পাইকারি পর্যায়েও দাম বাড়ানো হতে পারে। চলতি সপ্তাহেই নতুন আদেশ আসতে পারে বলে মন্ত্রণালয় সুত্র জানিয়েছেন। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আমরা বলেছি প্রত্যেক মাসেই দাম সমন্বয় করা হবে।

আগামী মাসেই হতে পারে, আবার দেখা যাবে পরের মাসে দাম কমে যেতে পারে। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি গ্যাসের দাম বাড়ানোর যে আদেশ দেওয়া হয়েছে, সেটি ফেব্রুয়ারি থেকে কার্যকর করার কথা। স্পর্ট মার্কেটের এলএনজি আমদানি না করা পর্যন্ত দর কার্যকর না করার বিষয়ে চিন্তা করা হচ্ছে।

বিদ্যুৎ বিভাগ সুত্র জানিয়েছে, আগের মতোই ৫ শতাংশ হারে দাম বাড়তে পারে। গেজেট প্রকাশের জন্য প্রক্রিয়া চলমান রয়েছে। সর্বশেষ গত ১২ জানুয়ারি নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়িয়ে দেয়। নতুন দর জানুয়ারি মাস থেকেই কার্যকর করা হয়। সে হিসেবে ৩ সপ্তাহের কম সময়ে আবারও দাম বাড়াতে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ। আবাসিকের লাইফলাইন গ্রাহকের (৫০ ইউনিট ব্যবহারকারি) ইউনিট প্রতি ১৯ পয়সা বাড়িয়ে ৩.৯৪ টাকা, প্রথমধাপে ৭৫ ইউনিট ব্যবহারকারির ২১ পয়সা বাড়িয়ে ৪.৪০ টাকা করা হয়েছে। দ্বিতীয় ধাপে ৭৬-২০০ ইউনিট পর‌্যন্ত ২৯ পয়সা হারে বাড়িয়ে ৬.০১ পয়সা, ২০১-৩০০ ইউনিট পর‌্যন্ত ৩০ পয়সা বাড়িয়ে ৬.৩০ টাকা, ৩০১-৪০০ ইউনিট ব্যবহারির বিল ৩২ পয়সা বাড়িয়ে ৬.৬৬ টাকা, ৪০১-৬০০ ইউনিট পর‌্যন্ত ৫০ পয়সা বাড়িয়ে ১০.৪৪ টাকা এবং সর্বশেষ ধাপ ৬০০ ইউনিটের উর্ধে ব্যবহারকারিদের ১১.৪৬ টাকা থেকে বাড়িয়ে ১২.০৩ টাকা করা হয়েছে।

উল্লেখিত দর নিম্নচাপ শ্রেণির গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে। মধ্যম ও উচ্চচাপের গ্রাহকদের জন্য পৃথক দর নির্ধারণ করা হয়েছে। মধ্যমচাপে ৫০ কিলোওয়াট থেকে ৫ মেগাওয়াট পর‌্যন্ত গ্রাহকদের ফ্ল্যাট রেটে ৮.৮২ টাকা, অফ-পীকে ৭.৯৪ এবং পীকে ১১.০৩ টাকা ধরা হয়েছে। কৃষি সেচের দর ২১ পয়সা বাড়িয়ে ৪.৩৭ টাকা। এই ধরণের গ্রাহকের মধ্যমচাপে (১১ কেভি) ফ্ল্যাট রেটে ৫.২৫ টাকা, অফ-পীকে ৪.৭৩ টাকা, পীকে ৬.৫৬ টাকা করা হয়েছে। শিল্প গ্রাহকদের ফ্ল্যাট রেটে ৮.৫৩ টাকা থেকে বাড়িয়ে ৮.৯৬ টাকা, অফ পীকে ৭.৭৬ টাকা থেকে বাড়িয়ে ৮.০৬ টাকা, পীকে ১০.২৪ টাকা থেকে বাড়িয়ে ১০.৭৫ টাকা করা হয়েছে। শিল্পে মধ্যমচাপে (১১ কেভি) ফ্ল্যাট রেটে ৮.৯৮ টাকা, অফ-পীকে ৮.০৯ টাকা এবং পীকে ১১.২২ টাকা দর নির্ধারণ করা হয়েছে।

উচ্চচাপ (৩৩ কেভি) গ্রাহকদের ফ্ল্যাট রেটে ৮.৮৭ টাকা, অফ-পীকে ৭.৯৯ টাকা এবং পীকে ১১.০৯ টাকা দর নির্ধারণ করা হয়েছে। শিক্ষা, ধর্মীয়, দাতব্য প্রতিষ্ঠান ও হাসপাতালে নিম্নচাপে ৩০ পয়সা বাড়িয়ে ৬.৩২ টাকা, রাস্তার বাতি ও পানির পাম্পে ৭.৭০ টাকা থেকে বাড়িয়ে ৮.০৯ করা হয়েছে। বাণিজ্যিক ও অফিসের বর্তমান দর ফ্ল্যাট রেটে ১০.৮২ টাকা, অফ-পীকে ৯,৭৩ টাকা, পীকে ১২.৯৮ টাকা করা হয়েছে। অতি উচ্চচাপ (শিল্প) ২০ মেগাওয়াট থেকে ১৪০ মেগাওয়াট পর‌্যন্ত ফ্ল্যাট রেটে ৮.৭৮ টাকা, অফ-পীকে ৭.৯০ টাকা, পীকে ১০.৯৭ টাকা দর নির্ধারণ করেছে বিদ্যুৎ বিভাগ। বিতরণ কোম্পানিগুলোর দাম বৃদ্ধির আবেদনের উপর গত ৮ জানুয়ারি শুনানি নেয় বিইআরসি।

দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত দিতে চাপ দেওয়া হচ্ছিল মন্ত্রণালয়ের পক্ষ থেকে। শেষ পর‌্যন্ত তড়িঘড়ি করে নির্বাহী আদেশেই বাড়িয়ে দেওয়া হয় বিদ্যুতের দাম। বিইআরসি প্রতিষ্ঠার পর আর কখনও নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানোর নজীর নেই। বিইআরসি সর্বশেষ ২১ নভেম্বর বিদ্যুতের পাইকারি দাম ১৯.৯২ শতাংশ বাড়িয়ে প্রতি ইউনিট ৫.১৭ টাকা বাড়িয়ে ৬.২০ টাকা নির্ধারণ করেছে।

এনসি/

সর্বশেষ