শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

modhura
Aporup Bangla

বাবরের জোড়া রেকর্ড

খেলাধুলা

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৪, ২৭ ডিসেম্বর ২০২২

সর্বশেষ

বাবরের জোড়া রেকর্ড

বাবর আজম

পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত ব্যাটিং করছেন বাবর আজম। টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান চাপে পড়ার পর দলের হাল ধরেছেন বাবর। হাঁকিয়েছেন শতক, গড়েছেন দুটি নতুন কীর্তিও।

৪৮ রানেই তিন উইকেট হারানোর পর সাউদ শাকিলকে নিয়ে ৬২ রানের জুটি গড়েন বাবর।
কিন্তু দলীয় ১১০ রানে শাকিল (২২) পথ ধরেন সাজঘরের। এরপর সফরফরাজ আহমেদকে নিয়ে দলকে টেনে নিয়ে যাচ্ছেন পাক দলপতি। প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ২২৮ রান।

বাবর আজম ১৯১ বলে ১২০ রানে অপরাজিত আছেন। তাঁর সঙ্গী সরফরাজ ব্যাট করছেন ৪৬ রানে। এরই মধ্যে দুজনের জুটি ১১৮ রানের।


এই ইনিংস খেলার পথে এরই মধ্যে দুটি কীর্তি গড়েছেন বাবর। আজ অর্ধশত পূরণ করে এক বছরে সর্বোচ্চ ২৫তম পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেন তিনি। এতে ভেঙে যায় সাবেক অজি তারকা রিকি পন্টিংয়ের (২৪) রেকর্ড। এর আগে ১৩ রান করে মোহাম্মদ ইউসুফের রেকর্ড ভাঙেন তিনি।

এক বর্ষপঞ্জিকায় পাকিস্তানের সর্বোচ্চ আন্তর্জাতিক রানের মালিক হন বারব, পেছনে ফেলেছেন ২০০৬ সালে ২৪৩৫ রান করা মোহাম্মদ ইউসুফকে। এ বছর এখন পর্যন্ত বাবরের মোট রান ২৫৪৩।

এনসি/

সর্বশেষ