Walton

করোনায় আরও ৬১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ৪ মে ২০২১ ১৬:০৮ আপডেট: ১৭ মে ২০২১ ২২:৩৪

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৪ মে ২০২১ ১৬:০৮

UCBL

ফাইল ফটো

সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত্র হয়ে একদিনে আরও ৬১ জন মারা গেছেন। নতুন করে ১ হাজার ৯১৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট ১১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছে এবং ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জন শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার (৪ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।
আপনার মূল্যবান মতামত দিন:


Top