বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ , ৩ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

বড় ব্যবধানে হারল চট্টগ্রাম

খেলাধুলা

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪২, ২৩ জানুয়ারি ২০২৩

সর্বশেষ

বড় ব্যবধানে হারল চট্টগ্রাম

ছবি- ইন্টারনেট

হারিস রউফের বোলিং তোপে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫৫ রানের ব্যবধানে হারাল রংপুর রাইডার্স। সোমবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে রংপুরের দেওয়া ১৮০ লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২৪ রানে অলআউট হয়েছে চট্টগ্রাম। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে নুরুল হাসান সোহানের দল। চট্টগ্রাম পর্ব শেষে বিপিএল আবার ফিরেছে ঢাকায়।

প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুর দিকে বেশ সম্ভাবনা জাগিয়েছিল চট্টগ্রাম। তবে তাতে ভাগ্যের পরিবর্তন হয়নি দলটির, আবারও হারতে হল বড় ব্যবধানে। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন অধিনায়ক শুভাগত হোম। ৭ ম্যাচে চট্টগ্রামের জয় এখন মোটে ২টি।

সাত দলের টুর্নামেন্টে তাদের অবস্থান ষষ্ঠ। ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে চট্টগ্রাম। কেননা ১১ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে দলটি। এরপর অধিনায়ক শুভাগত হোম সেই চাপ সামলে নেন ডারউইশ রাসুলিকে নিয়ে। তবে ২১ রানে রাসুলি ফিরলে অর্ধ-শতক করে শুভাগত বিদায় দেন। এরপর অবশ্য বলার মতো রান করেন শুধু জিয়াউর রহমান (২৪)।

ইনজুরির কারণে ব্যাট করেননি আফিফ হোসেন। রংপুরের হয়ে ২ উইকেট নেন রাকিবুল হাসান। দিনের শুরুতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স প্রথমে ব্যাট করতে নেমে শোয়েব মালিক এবং আজমতউল্লাহ ওমরজাইের ব্যাট বড় সংগ্রহ পায়। ৪২ করে ওমরজাই ফিরলেও শেষ পর্যন্ত ৪৫ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন মালিক। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে রংপুর সংগ্রহ করে ১৭৯ রান। চট্টগ্রামের হয়ে মেহেদী হাসান রানা ৩ উইকেট এবং শুভাগত হোম নেন ২ উইকেট।

এনসি/

সর্বশেষ

জনপ্রিয়