শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

modhura
Aporup Bangla

কচুরিপানায় পড়েছিল গলায় গামছা পেঁচানো মরদেহ

দেশজুড়ে

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৭, ২৭ জানুয়ারি ২০২৩

সর্বশেষ

কচুরিপানায় পড়েছিল গলায় গামছা পেঁচানো  মরদেহ

ছবি- ইন্টারনেট

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের ছয় দিন পর এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার বারগাঁও ইউনিয়নের হোসেনপুর এলাকার বগাদিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অটোরিকশাচালক মো. হানিফ (৬০) উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নাওতলা গ্রামের আবদুস সোবাহানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকে হানিফ নিখোঁজ ছিলেন। তার পরিবার তাকে খুঁজে না পেয়ে পরের দিন সোনাইমুড়ী থানা পুলিশকে অবহিত করে। পুলিশও তার খোঁজ পায়নি। আজ শুক্রবার দুপুরের দিকে উপজেলার হোসেনপুর গ্রামের লোকজন বগাদিয়া খালে কচুরিপানার নিচে গলায় গামছা পেঁচানো একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

সেখান থেকেই হানিফের মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে নিহতের পরিবার দাবি করছে যে হানিফকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কিছু জানাতে পারেনি। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক তারেক জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এনসি/

সর্বশেষ