শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

৮ মাসের সবচেয়ে বেশিী প্রবাসী আয়

ফেব্রুয়া‌রি‌তে চমক দেখালো রেমিট্যান্স

অর্থনীতি

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ২১:২১, ৩ মার্চ ২০২৪

সর্বশেষ

ফেব্রুয়া‌রি‌তে চমক দেখালো রেমিট্যান্স

ছবি সংগ্রহ

রেমিট্যান্স বা প্রবাসী আয়ে সুখবর এসেছে। সদ্য সমাপ্ত ফেব্রুয়া‌রি‌ মাসে প্রবাসী বাংলাদেশিরা ২১৬ কো‌টি ৬০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পা‌ঠিয়েছেন। স্থানীয় মুদ্রায় বর্তমান বিনিময় হার অনুযায়ী এর পরিমাণ ২৩ হাজার ৮০০ কো‌টি টাকা।ফেব্রুয়া‌রি‌তে আসা প্রবাসীদের এ আয় গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত জুন মা‌সে রে‌মি‌ট‌্যান্স এসে‌ছিল ২২০ কো‌টি ডলার।রোববার (৩ মার্চ) রেমিট্যান্সের উপর বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত মাসে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার।

গত বছরের (২০২৩) শেষ মাস ডিসেম্বরে প্রবাসীরা পাঠিয়েছেন ১৯৯ কোটি ডলারের রেমিট্যান্স। এর আগে প্রবাসী আয়ে বেশ ভাটা নেমেছিল গত বছরের অনেক মাসে। মার্চ আর জুন ছাড়া কোনো মাসেই ২শ কোটি ডলার আসেনি। কোনো কোনো মাসে রেমিট্যান্স নেমে গিয়েছিল দেড়শ কোটি ডলারের নিচে। সেপ্টেম্বর মাসে রেকর্ড সর্বনিম্ন ১৩৩ কোটি ডলার আসে।
সবশেষ অর্থবছরে (২০২২-২৩) মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। আগের ২০২১-২০২২ অর্থবছরে এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। তার আগে ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার। যা এখন পর্যন্ত এক অর্থবছরে আসা সর্বোচ্চ রেমিট্যান্স।

জ. ই

সর্বশেষ