বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

মেসির হাতে গোল্ডেন বল

খেলাধুলা

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫২, ১৯ ডিসেম্বর ২০২২

সর্বশেষ

মেসির হাতে গোল্ডেন বল

গোল্ডেন বল হাতে মেসি

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে কাতারে পা রেখেছিলেন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। অবশেষে তার হাত ধরেই ৩৬ বছরের খরা কাটিয়ে শিরোপা জিতলো আর্জেন্টিনা। বিশ্বকাপের পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুন্য দেখিয়ে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতলেন মেসি।

সেইসঙ্গে ইতিহাসের প্রথম প্লেয়ার হিসেবে বিশ্বকাপের দুটি গোল্ডেন বল জিতলেন তিনি। এর আগে ২০১৪ বিশ্বকাপে জিতেছিলেন গোল্ডেন বল। এবারের কাতার বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ৭ গোলের পাশাপাশি করেন তিনটি অ্যাসিস্ট।

ফাইনালসহ পাঁচ ম্যাচে পান ম্যাচ সেরার পুরস্কার। ২০১৮ সালে দলকে বিশ্বকাপের ফাইনালে তুললেও জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তার। তবে এবার সেই সুযোগ নষ্ট করলেন না তিনি।

ফাইনালে দুই গোল করে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা এন দিলেন তিনি। সেইসঙ্গে নিজের ব্যাক্তিগত পারফরম্যান্সে ভর করে জিতলেন গোল্ডেন বল।

এনসি/

সর্বশেষ