শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ২৭৫ শিক্ষার্থীকে অপহরণ

সারাবিশ্ব

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪১, ৮ মার্চ ২০২৪

আপডেট: ২১:৪২, ৮ মার্চ ২০২৪

সর্বশেষ

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ২৭৫ শিক্ষার্থীকে অপহরণ

ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা। ছবি: এএফপি


নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের একটি স্কুলে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনার পর অন্তত ২৭৫ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। ফলে গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার দেশটি থেকে গণঅপহরণের খবর পাওয়া গেলো।

কাদুনা রাজ্যের স্থানীয় সরকারি কর্মকর্তারা বৃহস্পতিবার কুরিগা স্কুল থেকে অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কতজনকে অপহরণ করা হয়েছে সে বিষয়ে তথ্য দেননি তিনি।
সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, স্কুল কর্তৃপক্ষ রাজ্য সরকারকে জানিয়েছে অপহরণের শিকার ২৫ শিক্ষার্থী পরিবারের কাছে ফিরলেও এখনো ২৭৫ জন নিখোঁজ রয়েছে।

তবে শিক্ষার্থীদের উদ্ধার করতে একটি দল এরই মধ্যে মোতায়েন করা হয়েছে। যারা নিখোঁজ রয়েছে ধারণা করা হচ্ছে তাদের বয়স আট থেকে পনেরো বছরের মধ্যে।
আফ্রিকার এই জনবহুল দেশটিতে মুক্তিপণের জন্য অপহরণের ঘটনা খুবই সাধারণ। সেখানের অপরাধীরা প্রায় স্কুল ও কলেজকে লক্ষ্যবস্তু বানায়।

জ. ই

সর্বশেষ

জনপ্রিয়