শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

modhura
Aporup Bangla

১০০ মহাসড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয়

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৩, ২১ ডিসেম্বর ২০২২

সর্বশেষ

১০০ মহাসড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশের বিভিন্ন স্থানে তৈরি করা ১০০টি মহাসড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব মহাসড়ক উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী ১০০টি সড়কের নাম তার বক্তব্যে উল্লেখ করেন। তিনি বলেন, যুদ্ধে হানাদার বাহিনী সড়কসহ যে ধ্বংস চালিয়েছিলো বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে এদেশের মানুষকে নিয়ে তা পুর্নগঠন করেন।

এর পরে তাকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ দশ বছরে সমৃদ্ধ উন্নত দেশে পরিণত হত। আজ সিঙ্গাপুরের কথা বলা হচ্ছে। বঙ্গবন্ধুকে হত্যা না করা হলে বাংলাদেশ বিশ্বে হত উন্নয়নের উদাহরণ।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পরবর্তী মিশন ২০৪০ স্মার্ট বাংলাদেশ। এ মিশন সফল হবে না যদি রাস্তা ও পরিবহন শৃঙ্খলা না থাকে। আমাদের রাস্তাগুলোকে রক্ষা করতে হবে। খুলনা-যশোর সড়কের অবস্থা খুবই খারাপ।

এ রকম সড়ক স্মার্ট বাংলাদেশের অন্তরায়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে ৫০টি জেলায় এসব মহাসড়ক তৈরি করা হয়েছে। এর আগে গত ৭ নভেম্বর দেশের ২৫টি জেলায় নির্মিত ১০০টি সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এনসি/

সর্বশেষ