বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

modhura
Aporup Bangla

দেশে এলো এয়ার অ্যাস্ট্রার প্রথম এয়ারক্রাফট

দেশে এই প্রথম

জাতীয়

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৩, ১০ অক্টোবর ২০২২

আপডেট: ২২:০৩, ১০ অক্টোবর ২০২২

সর্বশেষ

দেশে এলো এয়ার অ্যাস্ট্রার প্রথম এয়ারক্রাফট

ছবি : সংগ্রহিত

বাংলাদেশের নতুন এয়ারলাইন্স প্রতিষ্ঠান এয়ার অ্যাস্ট্রার প্রথম এয়ারক্রাফট দেশে পৌঁছেছে। সোমবার (১০ অক্টোবর) এয়ার অ্যাস্ট্রার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এয়ার অ্যাস্ট্রার এক কর্মকর্তা জানান, সম্প্রতি এয়ার অ্যাস্ট্রার এটিআর ৭২-৬০০ (S2-STB) মডেলের এয়ারক্রাফটটি দেশে এসেছে।

এয়ারক্রাফটটি বুলগেরিয়ার সোফিয়া থেকে বুধবার (৫ অক্টোবর) রওনা হয়ে মিশরের কায়রো, ওমানের মাস্কাট ও ভারতের আহমেদাবাদ হয়ে রোববার (৯ অক্টোবর) দেশে পৌঁছেছে।

এর আগে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার জন্য চারটি উড়োজাহাজ লিজ নেওয়ার কথা জানিয়েছিল সদ্য প্রতিষ্ঠিত বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা। বাকি তিনটি এয়ারক্রাফট শিগগিরই যোগ দেবে। যাত্রা শুরুর প্রথম দিন থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রুটের প্রতিটি বিমানবন্দরেই ফ্লাইট চালাবে এয়ার অ্যাস্ট্রা। কিন্তু ঠিক কবে থেকে এয়ার অ্যাস্ট্রা যাত্রী পরিবহন করবে, তা সঠিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে জানতে সোমবার (১০ অক্টোবর) দুপুরে এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফকে একাধিকবার মুঠোফোনে কল করেও পাওয়া যায়নি।

সর্বশেষ