শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

ছাত্রলীগের সম্মেলন শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয়

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১২:১১, ৬ ডিসেম্বর ২০২২

সর্বশেষ

ছাত্রলীগের সম্মেলন শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সংগৃহীত

বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার (৬ ডিসেম্বর)। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা। দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকেও নেতা-কর্মীদের আসতে দেখা গেছে।

ইতোমধ্যে ছাত্রলীগের সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন জেলার পাশাপাশি বিশ্ববিদ্যালয় শাখাসহ মহানগর ইউনিটের নেতা-কর্মীদের ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানে উদ্যানের গেট দিয়ে সম্মেলনস্থলে প্রবেশ করতে দেখা গেছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও উপস্থিত থাকবেন। সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব পাবে ছাত্র সংগঠনটি।

ছাত্রলীগের গঠণতন্ত্রে বয়সসীমা রয়েছে অনূর্ধ্ব ২৭ বছর। কিন্তু নিয়মিত সম্মেলন না হওয়ায় গত তিন সম্মেলনে ছাত্রলীগের বয়সসীমা দুই বছর বাড়িয়ে অনূর্ধ্ব ২৯ বছর করা হয়। এবারও নেতৃত্বের বয়সসীমা ঊনত্রিশই থাকছে। এর কারণে বাদ পড়তে যাচ্ছেন ‘হেভিওয়েটরা’, যারা বেশ আলোচনায় ছিলেন।

এনসি/

সর্বশেষ

জনপ্রিয়