শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্র সিকৃবি

দেশজুড়ে

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০১, ৬ জানুয়ারি ২০২৩

সর্বশেষ

ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্র সিকৃবি

ছবি-সংগৃহীত

কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে সম্মেলন ঘোষণাকে কেন্দ্র করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাধিক গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। এখন পর্যন্ত এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে সংঘর্ষের সূত্রপাত হয়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছে। সূত্র জানায়, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে সম্মেলন ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।

সংঘর্ষ চলাকালে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সম্মেলন স্থগিতের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকসহ হল প্রভোস্টদের ওপরেও ছাদ থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাৎক্ষণিক এ ঘটনায় কারো বক্তব্য পাওয়া যায়নি। শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনসি/

সর্বশেষ

জনপ্রিয়