শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

পেরুতে সরকারবিরোধী বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৭

সারাবিশ্ব

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫২, ১০ জানুয়ারি ২০২৩

সর্বশেষ

পেরুতে সরকারবিরোধী বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৭

ছবি- ইন্টারনেট

আগাম নির্বাচন এবং কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিল্লোর মুক্তির দাবিতে গত ডিসেম্বর মাসের শুরু থেকে উত্তাল হয়ে ওঠা পেরু সোমবার সবচেয়ে রক্তাক্ত দিনটি দেখেছে। পেরুর কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এদিন পেরুর দক্ষিণের নগরী হুলিয়াকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৭ বিক্ষোভকারী নিহত হয়েছেন।

পেরুর দক্ষিণের পুনো অঞ্চলের বিখ্যাত তিতিকাকা হ্রদের পাড়ের কাছের নগরী হুলিয়াকায় সোমবারের সংঘর্ষে আরো ৬৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন পুনো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা হেনরি রেবাজা। নিহতদের মধ্যে অন্তত দুইজন অপ্রাপ্ত বয়স্ক। বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

গত বছর ডিসেম্বর মাসের শুরুর দিকে ওই সময়ের প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিল্লো দেশটির কংগ্রেস ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন। যেটিকে অবৈধ ঘোষণা করে তাকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দিয়ে গ্রেপ্তার করা হয়। কাস্তিল্লোর মুক্তির দাবিতে তার সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভে এখন পর্যন্ত ৩৯ জন নিহত হয়েছেন।

বিদ্রোহ করার অভিযোগে বিচার শুরুর আগেই ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে কাস্তিল্লোকে। তিনি অভিযোগ অস্বীকার করেছেন বলে জানিয়েছেন ।

এনসি/

সর্বশেষ

জনপ্রিয়