Walton

করোনায় স্থগিত আইপিএল

অপরূপবাংলা ডেস্ক

প্রকাশিত: ৪ মে ২০২১ ১৫:৩৩ আপডেট: ১৭ মে ২০২১ ২১:০৯

অপরূপবাংলা ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২১ ১৫:৩৩

UCBL

ফাইল ফটো

দলগুলোর মধ্যে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় আইপিএল স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার আইপিএল খেলছে ৮ ফ্র্যাঞ্চাইজি। ৪টির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের করোনা পজিটিভ ধরা পড়েছে।

আইপিএলের সহসভাপতি রাজীব শুক্লা অবশ্য এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) জানিয়েছেন, এই মৌসুমের জন্যই স্থগিত হয়ে গেছে আইপিএল।

এদিকে আইপিএলের সভাপতি ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, সংশ্লিষ্ট সবার নিরাপত্তার কথা বিবেচনা করেই স্থগিত করা হয়েছে আইপিএল। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিসিসিআই সভাপতি ঘোষণা দিয়েছেন, গোটা মৌসুমের জন্যই স্থগিত হয়ে গেছে আইপিএল।

করোনার প্রকোপ বেড়ে যাওয়াতেই এ সিদ্ধান্ত। কয়েক সপ্তাহ ধরে ভারতে করোনার ঢেউ ভয়াবহ চেহারা ধারণ করেছে। প্রতিদিন গড়ে তিন হাজার মানুষ মারা যাচ্ছেন, আক্রান্ত হচ্ছেন তিন লাখের বেশি। মুম্বাই, দিল্লি, কলকাতা, বেঙ্গালুরুসহ ভারতের বড় শহরগুলোই করোনায় জেরবার। আইপিএলের ভেন্যুও এই শহরগুলোতেই।

এমন একটা পরিস্থিতিতে আইপিএল চালিয়ে যাওয়া নিয়ে ভারতজুড়ে ব্যাপক সমালোচনা ছিল। অলিম্পিকে ভারতের হয়ে ব্যক্তিগত সোনাজয়ী শুটার আইএস বিন্দ্রা ক্ষোভের সঙ্গেই বলেছিলেন, আইপিএলের আয়োজকেরা অন্ধ হয়ে গেছেন। প্রথম কয়েক দিন আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোয় করোনায় আক্রান্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু গত দুদিনে বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ কোভিড পজিটিভ হন।
আপনার মূল্যবান মতামত দিন:


Top