শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে মার্কিন বিমান সেনার শরীরে আগুন

সারাবিশ্ব

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৩:৩৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

সর্বশেষ

ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে মার্কিন বিমান সেনার শরীরে আগুন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন এক মার্কিন বিমান সেনা।স্থানীয় সময় রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।  গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ কাণ্ড ঘটান ওই সেনা সদস্য।সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বিকেলে মেট্রোপলিটন পুলিশ বিভাগের একজন মুখপাত্র বলেছেন, নিজের শরীরে আগুন লাগিয়ে দেওয়া সেই সেনা সদস্যের অবস্থা আশঙ্কাজনক। আগুন নেভানোর পর লোকটিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

নিজের শরীরে আগুন ধরিয়ে দেওয়া ব্যক্তি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একজন সক্রিয় সদস্য (ডিউটি ​​এয়ারম্যান)।

অন্যদিকে ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র বলেছেন, ওই ব্যক্তি শরীরে আগুন দেওয়ার সময় দূতাবাসের কেউ আহত হননি। তারা কেউ ওই ব্যক্তিকে চেনেন না।

মার্কিন বিভিন্ন গণমাধ্যমের খবরের বরাতে এএফপি জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দূতাবাসের বাইরে শরীরে আগুন দেন ওই ডিউটি এয়ারম্যান। হামাস নিধনের নামে গাজায় কয়েক মাস ধরে বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত  প্রায় ৩০ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে বেশির ভাগ নারী ও শিশু।  

গাজায় ইসরায়েলের এই আগ্রাসনকে ‘গণহত্যা’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি রাষ্ট্র। ইসরায়েলের বন্ধুপ্রতীম যুক্তরাষ্ট্র পর্যন্ত হামলা বন্ধে বার বার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে তাগাদা দিয়েছে।গাজা সংঘাত বন্ধে ‘দ্বিরাষ্ট্র’ সমাধান সামনে নিয়ে আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এতে সাড়া না দিয়ে বাইডেনের দ্বিরাষ্ট্রভিত্তিক প্রস্তাব প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। এতে বাইডেন-নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক ভাঙনের মুখে পড়ে।

জ. ই

সর্বশেষ

জনপ্রিয়