মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ , ২ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

ক্রিকেটকে কলুষিত করে ১৪ বছর নিষিদ্ধ ছায়াকর

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬, ১২ অক্টোবর ২০২২

আপডেট: ২১:০৭, ১২ অক্টোবর ২০২২

সর্বশেষ

ক্রিকেটকে কলুষিত করে ১৪ বছর নিষিদ্ধ ছায়াকর

ছায়াকর

২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটারদের সঙ্গে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে প্রমাণিত হওয়ায় ১৪ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হলেন মেহার ছায়াকর। ভারত থেকে আমিরাতে পাড়ি জমানো এই ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসি দুর্নীতিবিরোধী নীতিমালার সাতটি ধারা ভঙ্গের অভিযোগ প্রমাণ হওয়ার পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে এই শাস্তি দিলো।

২০১৯ সালের এপ্রিলে জিম্বাবুয়ে বনাম আমিরাত সিরিজ এবং একই বছর গ্লোবাল টি২০ কানাডা প্রতিযোগিতায় ম্যাচ পাতিয়েছেন বা চেষ্টা করেছিলেন ছায়াকর। একই অপরাধে নিষিদ্ধ সাবেক আমিরাতি খেলোয়াড় কাদির খান ও গুলাম সাব্বিরের ঘটনার সঙ্গে সম্পৃক্ততা ছিল তার।


আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘২০১৮ সালে আজমানে একটি দুর্নীতিগ্রস্ত ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে জড়িত থাকায় আমরা মেহর ছায়াকরের প্রথম দেখা পাই। আমাদের খেলাকে দুর্নীতিগ্রস্ত ও কলুষিত করার প্রচেষ্টার পরিণতি কি হতে পারে, সেটার দৃষ্টান্ত তার এই লম্বা নিষেধাজ্ঞা, ১৪ বছর নিষিদ্ধ তিনি। আমাদের খেলায় দুর্নীতি করার চেষ্টারত যে কারও জন্য একটা পরিষ্কার বার্তা এই রায়।’

কা. ই

সর্বশেষ